মোদীর সঙ্গে বৈঠক করতে হোটেল সোনারগাঁয়ে রওশন এরশাদ

আপডেট: মার্চ ২৬, ২০২১
0

মোদীর সঙ্গে বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন।

বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। শুক্রবার বেলা ১টায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নিবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও জিয়া উদ্দিন বাবলু। বেলা ১টার দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জাপার এক সদস্য জানান, এটা একটি সৌজন্য সাক্ষাৎ।
মোদির এই সংক্ষিপ্ত সফরে কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে বলে আমার মনে হয় না।