খুলনায় পুলিশের লাঠিচার্জে বিএনপি নেতার মৃত্যু : মীর্জা ফখরুলের শোক

আপডেট: এপ্রিল ১৩, ২০২১
0

খুলনায় দলীয় কর্মসূচি পালনকালে গত ২৯ মার্চ পুলিশের লাঠিচার্জে আহত ওয়ার্ড বিএনপিনেতা কাজী মো. বাবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

নিহত কাজী মো. আবুল হোসেন জেলার ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন।

আজ সোমবার দুপুরে কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে তাঁর মরদেহ আনা হলে নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এক বিবৃতিতে খুলনায় পুলিশের হামলায় আহত বিএনপিনেতা কাজী মো. আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নওগাঁ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পটিয়াসহ দেশব্যাপী পুলিশের গ্রেপ্তার অভিযান বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।