ধান কাটায় মেতেছে ছাত্রলীগ নেতাকর্মীরা

আপডেট: এপ্রিল ২৬, ২০২১
0

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ক্ষেতের পাকা ধান ফ্রী কেটে গোলায় তুলে দেয়া হচ্ছে। প্রখর তাবদাহে এমন দৃশ্য পটুয়াখালীর বেশকটি উপজেলায়।

করোনার চলমান পরিস্থিতিতে এমন মানবিক সহায়তায় হাসি ফুটে উঠেছে কৃষক পরিবারে। সোমবার পটুয়াখালীর একাধিক কৃষকের পাকা ধান কেটে গোলায় তুলে দেয় পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা হৃদয় আশীষ,সৈয়দ বেল্লাল হোসেন পাবেলসহ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কৃষকসহ সকল শ্রেনীর মানুষের পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলে জানান তারা।

হৃদয় আশীষ বলেন,ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।ছাত্রলীগ সবসময়ই দেশের সকল সংকটময় সময়ে সামনের সারিতে থেকে কাজ করে গেছে। এই করোনা মহামারীর শুরু থেকেই ছাত্রলীগ সারা বাংলাদেশে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় আমরা পটুয়াখালী জেলা ছাত্রলীগ দেশের এই সংকটময় সময়ে আমাদের সাধ্যানুযায়ী মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি সবসময়। আমাদের সকল সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

খাগড়াছড়িতে ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা

এদিকে আজ পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল এর নেতৃত্ব
অসহায় কৃষক মোঃ সেলিম হাওলাদারের ধান কেঁটে দিয়ে বাড়ী পৌছে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ জসিম উদ্দিন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মামুন হাওলাদার,ও জেলা ছাত্রলীগের সদস্য বাচ্চু হাওলাদার,৬ নং ইউনিয়ান ছাত্রলীগ নেতা মোঃ রুবেল মৃধা,সৈয়দ রুবেল,মোঃ আরিফ,সৈয়দ নয়ন,মোঃ নিয়াজ,মোঃ ইয়াদ,সৈয়দ নাঈম,সৈয়দ সায়েম,সৈয়দ আমান,মোঃ কামরুল,মোঃ ওমি,সৈয়দ নাহিদ,মোঃ মাসুদ হাওলাদ কৃষক মোঃ সেলিম হাওলাদার
সহ আর ছাত্রলীগ নেতৃবৃন্দ
এসময় সৈয়দ বেলাল হোসেন পাবেল বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ,
আমাদের দক্ষিণ অঞ্চলে শতকরা ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল
এই কৃষক জীবনের ঝুকি নিয়ে দেশের অর্থ নৈতিক চাকা সচল রাখার জন্য কাজ করে যাচ্ছে।
খাগড়াছড়িতে দরিদ্র কৃষকের ৮০শতক জমির ধান কেটে দিল ছাত্রলীগ

করোনার লকডাউনে দরিদ্র এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর শহরের ২নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় দুস্থ কৃষক আব্দুল করিমের জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।