১৬ মে পর্যন্ত বাড়লো লকডাউন, দূরপাল্লার বাসই বন্ধ থাকবে

আপডেট: মে ৩, ২০২১
0
file photo

করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে বন্ধ থাকবে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন (বাস, ট্রেন, লঞ্চ)। তবে আগামী ৬ই মে থেকে রাজধানীসহ মহানগরী
ও জেলাগুলোতে গণপরিবহন চালু রাখার ঘোষণা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার, প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।