স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালীন সময়ের মধ্যেই চট্টগ্রামে হেফাজতের ২ নেতা গ্রেফতার

আপডেট: মে ৫, ২০২১
0

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গ্রেফতার হওয়া শীর্ষ আলেমদের মুক্তির জন্য বৈঠক করছেন নেতারা। অফরদিকে এ সময়ের মধ্যেই চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আটক হওয়া এই দুইজন হলেন- মাওলানা মো. আরিফ ও মাওলানা তাজুল ইসলাম।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা এতথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬মার্চ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা নাশকতা মামলায় হাটহাজারী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
আটক মাওলানা তাজুল ইসলাম হেফাজতের হাটহাজারী পৌরসভা কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম হাটহাজারী উপজেলা কমিটির সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হেফাজতের একটি প্রতিনিধি দল যায়। সেখানে হেফাজতের পক্ষ থেকে ৪টি আবেদন জানানো হয়।এর মধ্যে রয়েছে গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবিতে আন্দোলনের কারণে যেসব আলেম–ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়, পবিত্র রমজান মাসে অজানা আতঙ্কে দিন পার করছেন আলেম–ওলামারা। তাদের গ্রেপ্তার আতঙ্ক ও হয়রানি থেকে মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়।হেফাজত নেতারা বলেন, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেপ্তার চলছে। এতে অনেকে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।