বিশ্ব পরিবেশ দিবসে নীলফামারীতে ৫০ হাজার গাছের চারা বিতরণ শুরু

আপডেট: জুন ৫, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামরারীতে পাঁচ’শ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশন। ৫ জুন শনিবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এসময় শহীদ মিনার প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করেন অতিথিদ্বয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী রাসেল আমিন স্বপন জানান, আগামী তিন মাস জেলা জুড়ে ফলজ, বনজ ও ঔষধী মিলে ৫০ হাজার গাছের চারা বিতরণ করবে সেইফ ফাউন্ডেশন। যা আজ থেকে শুরু হলো।

শাহজাহান আলী মনন,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি