স্বেচ্ছাসেবক দল ফরিদপুর ২ট, ফেনী ২, ঝিনাইদহ ২ ,গাইবান্ধা ১ ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: জুন ৮, ২০২১
0

স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার ২টি, ফেনী জেলার ২টি, ঝিনাইদহ জেলার ২টি এবং গাইবান্ধা জেলার ১টি ইউনিট কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম এবং ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে ফরিদপুর জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার সভাপতি সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং সাধারণ সম্পাদক এ্যাড: হাবিবুর রহমান হাফিজ এসব ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।
এছাড়াও নির্দেশ মোতাবেক ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও সোনাগাজী পৌর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা ও কালিগঞ্জ পৌর এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত ও প্রকাশিত হয়।

ফরিদপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.সদরপুর উপজেলা : আহবায়ক : মাসুদ হোসেন ব্যাপারী, সদস্য সচিব : সাইদ হোসেন সজল । যুগ্ম আহবায়ক: ১.হাওলাদার তালাশ পারভেজ রবি ২.ফরিদুর ইসলাম ফরিদ ৩.শেখ মোহাম্মদ আলী ৪.ছাবিদুল ইসলাম ছাবিদ ৫. মনিরুজ্জামান মনির ৬.ফারুক ব্যাপারী ৭. জাকির হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.বোয়ালমারী উপজেলা : আহবায়ক : সঞ্জয় কুমার সাহা, সদস্য সচিব : এম জাকির হোসেন চৌধুরী। যুগ্ম আহবায়ক-১.শেখ দেলোয়ার হোসেন ২. মো: ইউছুফ আহম্মেদ ৩.শেখ শাহিনুজ্জামান শাহিন ৪.মো: বরকত মোল্যা ৫.মো: আবুল হাসান আবু ৬.মো: লুৎফর রহমান বিশ^াস ৭. ইসমাইল হোসেন মেম্বার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ফেনী জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.সোনাগাজী উপজেলা : আহবায়ক : আবু বকর ছিদ্দিক মারুফ, সদস্য সচিব : আবুল মঞ্জুর সবুজ। যুগ্ম আহবায়ক-১.আবু সাইদ সেলিম ২.মোঃ জসিম উদ্দিন ৩.মজিবুল হক মজিব ৪. মেজবাহ উদ্দিন মোরশেদ ৫.আমির হোসেন দুলাল ৬. শাহরিয়ার ইসলাম তুষার ৭.ইমাম হোসেন এনাম ৮.মোঃ আব্দুল আউয়াল ৯. ফখরুদ্দিন ফারুক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.সোনাগাজী পৌর : আহবায়ক : লোকমান হোসেন নেওয়াজ, সদস্য সচিব : মোঃ সালাহ উদ্দিন। যুগ্ম আহবায়ক-১.মোঃ মাইন উদ্দিন আহমেদ ২.শরিফুল ইসলাম সৌরভ ৩.ওমর ফারুক জুয়েল ৪. মোঃ হেলাল ৫.ইমাম হোসেন জুয়েল ৬. আমিনুল ইসলাম মুকিত ৭.শহীদুল ইসলাম হৃদয় সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি

ঝিনাইদহ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.কালিগঞ্জ উপজেলা : আহবায়ক : তোফাজ্জল হোসেন তপন, সদস্য সচিব : মো: মিলন হুসাইন। যুগ্ম আহবায়ক-১.এস এম মাসুদ পারভেজ ২.সোহেল রানা ৩.মো: আব্দুস সামাদ ৪. দেলোয়ার হোসেন ৫.মো: টিপু সুলতান রনি ৬.এরশাদ হোসেন সোনা ৭.মো: মাসুদ রানা ৮.সাজিদুল ইসলাম ৯.শহিদুল ইসলাম হিরু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.কালিগঞ্জ পৌর : আহবায়ক : মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব : আলমগীর হোসেন। যুগ্ম আহবায়ক-১.মো: জাহাঙ্গীর আলম (বলদেপাড়া) ২.মো: ইমরান হোসেন ৩.মো: গোলাম সরোয়ার ৪. বুলবুল আহমেদ ৫.মো: সাহেব আলী ৬. হাসানুজ্জামান লিসান ৭.তরিকুল ইসলাম ৮.মো: তফিকুল ইসলাম কাজল ৯. শিমুল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

গাইবান্ধা জেলার অনুমোদিত কমিটি :
১.গোবিন্দগঞ্জ উপজেলা: আহবায়ক: মো: শাহ আলম শেখ, সদস্য সচিব:মো: রানু মন্ডল (বাবু)। যুগ্ম আহবায়ক-১.সৈয়দ হাসানুল ইসলাম রিপন ২ মো: লিয়াকত আলী আলম ৩. মো: মতিয়ার রহমান ৪ মো: জুয়েল সরকার ৫. মো: সোহেল রানা রতন ৬. মো: আরিফুজ্জামান রয়েল ৭. মো: সজিব সরকার ৮. মো: মতিউর রহমান মিলন ৯.মুক্তার সরকার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।