ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখার অভিষেক ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৬, ২০২১
0

শাহী ইমরান শিকদার , কুয়েত:

কুয়েতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর ধুলশুড়া ইউনিয়নের নারায়ণপুর শ্যামপুর গ্রামের ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখার অভিষেক ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মিয়া ।

সঞ্চালনায় ছিলেন শেখ লিয়াকত আলী সাধারণ সম্পাদক, নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।

কুয়েতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর ধুলশুড়া ইউনিয়নের নারায়ণপুর শ্যামপুর গ্রামের ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখার অভিষেক ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জালাল আহম্মেদ চুন্নু মোল্লা -প্রধান উপদেষ্টা নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ-সভাপতি কুয়েত বিএনপি।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন :
আবুল হাসেম এনাম-সাধারণ সম্পাদক কুয়েত বিএনপি।
শওকত আলী -সদস্য সচিব আহবায়ক কমিটি কুয়েত বিএনপি।
আব্দুল কাদের মোল্লা – সিনিয়র সহ সভাপতি কুয়েত বিএনপি ও সম্মানিত সদস্য নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।
আজিজ উদ্দিন মিন্টু -সিনিয়র যুগ্ম সম্পাদক কুয়েত বিএনপি। শেখ মোস্তফা কামাল-সাংগঠনিক সম্পাদক কুয়েত বিএনপি।
সৈয়দ নওশাদ আহবায়ক কমিটির সদস্য কুয়েত বিএনপি।
ইদ্রিস আলী বেপারী -উপদেষ্টা নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
একে আজাদ নুর -উপদেষ্টা নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।
শেখ হারুন উর রশিদ -উপদেষ্টা নারায়নপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখা।
সায়রুল আমিন
মাসুম হাসান
শাহজাহান সবুজ
নাসিরউদ্দিন হাওলাদার

অভিষেক পর্বে নারায়ণপুর শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কুয়েত শাখার নতুন কার্যকরী কমিটির যাদের নাম ঘোষণা করে পরিচিতি করা হয় তারা হলেন:
১/ শেখ বাদশা -সভাপতি
২/ মোঃ মোকছেদ বেপারী -সিনিয়র সহ সভাপতি
৩/ আব্দুস সালাম মোল্লা -সহ সভাপতি
৪/ আব্দুল কুদ্দুস -সহ সভাপতি
৫/ আব্দুর রহমান -সহ সভাপতি
৬/ মোঃ মুক্তার হোসেন -সহ সভাপতি
৭/ মনির হোসেন -সহ সভাপতি
৮/ শেখ জাফর -অর্থ বিষয়ক সম্পাদক
৯/ মোঃ শুকুর মৃধা -সাংগঠনিক সম্পাদক
১০/ আজাদ শিকদার -সহ সাংগঠনিক সম্পাদক
১১/ মোহাম্মদ ইসলাম -সহ সাংগঠনিক সম্পাদক
১২/ মোঃ বাবু -সহ সাংগঠনিক সম্পাদক
১৩/ শামসুল -সদস্য
১৪/ কিরণ মিয়া -সদস্য
১৫/ ইব্রাহিম -সদস্য
১৬/ শাহেদ -সদস্য
১৭/ আওলাদ -সদস্য।
আলোচনা সভায় বক্তাগণ বলেন এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠায় যারা অর্থ শ্রম ও জমি দান করেছেন তারা অবশ্যই একটি সদকায়ে জারিয়ার সাথে যুক্ত হলেন । এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এবং যারা লেখাপড়া শিখে জ্ঞানার্জন করবে তাদের মাধ্যমে অনন্তকাল সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন প্রতিষ্ঠানর সাথে যারা যুক্ত সকলেই ।