নাগেশ্বরীতে নদী ভাঙন রোধে মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
নাগেশ্বরীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কন্যামতি বালারহাট এলাকায় গঙ্গাধর নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক নদী তীরবর্তী প্রায় মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি সদস্য শাহাজামাল প্রমূখ। তারা নদী তীরে স্থায়ী বাধ নির্মাণের দাবী জানান।
উল্লেখ্য বন্যার পানি নামার সাথে ইউনিয়নটির উত্তরে গঙ্গাধর নদী এবং দক্ষিনে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে গত একমাসে ইউনিয়নটির বালাবাড়ি, কন্যামতি গ্রামের ২ শতাধিক ঘর-বাড়ি, আকবর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মসজিদসহ বেশকিছু স্থায়ী স্থাপনা গঙ্গাধর নদী ও ব্রহ্মপুত্র নদের গর্ভে চলে গেছে। হুমকিতে আছে কন্যামতি বাজার, নারায়নপুর বাজারসহ বহু স্থাপনা ও হাজার হাজার হেক্টর আবাদী জমি।
###
আমিনুর রহমান বাবু