রংপুর সুগার মিল পরিদর্শন ও মতবিনিময়:বন্ধ মিল চালুর জন্য কর্মপরিকল্পনা চাইলেন শিল্প সচিব

আপডেট: অক্টোবর ২০, ২০২১
0

গাইবান্ধা, ২০ অক্টোবর ২০২১ঃ

শিল্প সচিব জাকিয়া সুলতানা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) কর্তৃপক্ষ ও রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে কস্ট-বেনিফিট অ্যানালাইসিসসহ বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা উত্তরণে বাস্তবসম্মত করণীয় উল্লেখপূর্বক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা জরুরিভিত্তিতে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

আজ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসএফআইসি-এর আওতাধীন গাইবান্ধা জেলায় অবস্থিত রংপুর সুগার মিল পরিদর্শনশেষে মিলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা প্রদান করেন। এ বছরে রংপুর সুগার মিলজোন এলাকায় উৎপাদিত আখ সুষ্ঠুভাবে নিকটবর্তী জয়পুরহাট সুগারমিলে মাড়াইয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্ম সচিব মু. আনোয়ারুল আলম, গাইবান্ধার জেলা প্রশাসক মো: আবদুল মতিন, বিএসএফআইসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে তিনি রংপুর সুগারমিলের খামার এলাকা পরিদর্শন করেন।