শবে কদরে মক্কার মসজিদুল হারামে ২০ লাখ মুসুল্লি

আপডেট: এপ্রিল ২৯, ২০২২
0

পবিত্র ‘শবে কদরে’র রাতে মক্কার মসজিদুল হারামে অন্তত ২০ লাখ মুসুল্লির সমাগম হয়েছে। তাছাড়া, ওই দিন মদিনার মসজিদে নববীতেও স্বাভাবিক সময়ের তুলনায় মুসুল্লি সংখ্যা বেশি দেখা যায়।
স্থানীয় সময় বুধবার রাতে রমজানের ২৭তম রাতে মুসুল্লিরা সেখানে সমবেত হন।

ধারণা করা হচ্ছে- ২৯তম রাতেও দুই মসজিদেই মুসুল্লি সংখ্যা আরো বাড়তে পারে। কেননা, ওই রাতে মসজিদ দুটিতে তারাবিতে পবিত্র কুরআন খতম হবে।করোনা মহামারীর পর এবার ফের রমজানে সৌদি আরবের এই দুই মসজিদে মুসুল্লিদের সমাগমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সৌদি আরব। তখন ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপর জরুরি অবস্থা জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়। পরবর্তীকালে ধাপে ধাপে সীমিত পরিসরে ওমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়। এখন অবশ্য ফের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

সূত্র : আরব নিউজ