খালেদা জিয়াকে পদ্মায় ফেলে ‘হত্যার’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

আপডেট: মে ২৪, ২০২২
0

খালেদা জিয়াকে পদ্মায় ফেলে ‘হত্যার’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শেখ হাসিনার অসম্মান জনক বক্তব্যগুলো বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল বলে মনে করছে বিএনপি। সোমবার রাত ৮ টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থায়ী কমিটির সভায় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনুসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে শেখ হাসিনা যে অসম্মান জনক মন্তব্য করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা মনে করে, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল।

অনির্বাচিত সরকারের সরকার প্রধান হিসাবে এই মন্তব্য অত্যন্ত বিপদ জনক এই কারনে যে, নির্বাহী বিভাগের প্রধান যখন পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন তখন তা হত্যার নির্দেশের পর্যায়ে পড়ে।

বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার বিজয়ী গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইউনুসকেও একই ধরনের হুমকি দেন যা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত, অশালীন ও কুরুচিপূর্ণ। সভা এই উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এই হত্যার হুমকির প্রতিবাদে আগামী ২৬ মে ২০২২, বৃহস্পতিবার ঢাকা ব্যতিত সকল মহানগর ও জেলা সদরে বিএনপি ও সকল অঙ্গ-সংগঠন যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে।