ডুমুরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইলচেয়ার প্রদান

আপডেট: জুন ২১, ২০২২
0

খুলনা ব্যুরোঃ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আর্থিক ও কারিগরী সহায়তায় ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আল-আমিনকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর ইউপি ভবনে স্থানীয় চেয়ারম্যান মনোজিৎ বালার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএএলজি প্রকল্পের খুলনার ডিএফ ইকবল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব দেলোয়ার হোসেন, ইউপি সদস্য ইকবাল মাসুদ, অমিতেষ কুমার বালা, তুষার মল্লিক, মোজাহিদুল হক, জি এম রিয়াজ উদ্দিন উকিল, আল আমিন বিশ্বাস, আজম আলী, শাহিনুর বেগম, আসমা পারভীন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা বলেন; আমি প্রখমবারের মত ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। গণশুনানীতে প্রতিশ্রæতি অনুযায়ি সন্তানতুল্য আল আমিনের জন্য কিছু করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। আমার সামর্থ অনুযায়ি এলাকার উন্নয়নের জন্য এবং জবাবদিহিমূলক কাজ করে যাব।
–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী