নামাজ পড়ার শর্তে ৩ আসামীর মাদক মামলায় ২ বছরের পরিবর্তে শাস্তি ১ বছর দিলো আদালত

আপডেট: অক্টোবর ১৩, ২০২২
0

মোঃ জিয়াউদ্দিন বাবু ,বরিশাল: নামাজ পড়া সহ ৪টি শর্তে মাদক মামলায় ৩ আসামীকে ২ বছরের কারাদন্ড স্থগিত রেখে ১ বছরের প্রবেশন দিয়েছেন। গতকাল বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়শা নাছরিন ওই রায় প্রদান করেন।

যাদের কে প্রবেশন দেয়া হয়েছে তারা হচ্ছে মোঃ হাবিবুর রহমান, মোঃ ফয়সাল হাওলাদার ও জুয়েল রানা। বিচারক ৩ জনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। আসামীদের বয়স কম হওয়ায় বিচারক দন্ড স্থগিত রেখে নামাজ পড়া সহ ৪টি শর্তে ১ বছরের প্রবেশন দেন। আইন বহিভুক্ত কোন কাজ করবে না, মাদকের সাথে জড়িত হবে না, শান্তি শৃঙ্খলা ভাবে চলছে এবং নামাজ পড়বে এই শর্তে প্রবেশন প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই রাদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। এদের কাছ থেকে ২০১৭ সনের ১০ সেপ্টেম্বর ডিবি পুলিশেল এস আই মনিরুজ্জামান পোর্ট রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ লিটার দেশী মদ উদ্ধার করে। ২০১৭ সনের ২৫ সেপ্টেম্বর চাজর্শীট দেন ডিবি পুলিশের এস আই হেলালুজ্জামান। আদালত ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় প্রদান করেন।