অধ্যক্ষ হেলালী গ্রেফতার : `পুলিশ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে’

আপডেট: আগস্ট ২৮, ২০২৩
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ‘বেশ কিছু দিন ধরে পুলিশ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে।’

সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘২৮ আগস্ট বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে পুলিশ বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে গ্রেফতার করে নিয়ে যায়। এই গ্রেফতার আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘নেতাকর্মীদের না পেয়ে কোথাও কোথাও বৃদ্ধ মা-বাবা, নারী ও শিশুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর বাড়ির গেট ও দরজা ভেঙে তাকে গ্রেফতারের ঘটনা তারই ধারাবাহিকতা মাত্র।’

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৮ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৮ আগস্ট বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে পুলিশ নিজ বাড়ির বিল্ডিং এর গেইট ও ঘরের দরজা ভেঙে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বাড়ির মূল ফটক ও বাসার দরজা ভেঙে গ্রেফতারের ঘটনায় সরকারের পতনপূর্ব ফ্যাসিবাদী চরিত্রের নিকৃষ্ট প্রমাণ। এই গ্রেফতার আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, বেশ কিছু দিন যাবত পুলিশ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে। অভিযানকালে বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে কোথাও কোথাও বৃদ্ধ পিতা-মাতা, মহিলা ও শিশুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর বাড়ির ফটক ও দরজা ভেঙে তাঁকে গ্রেফতারের ঘটনা তারই ধারাবাহিকতা মাত্র।
তিনি বলেন, বর্তমান জালেম সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকার ক্ষমতা হারানোর ভয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকার জনগণের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। গ্রেপ্তার, জেল-জুলুম হুলিয়া, গুম, খুন করে বিরোধী মতকে দমানো যাবে না। জুলুম-নির্যাতনের পরিণতি কখনও শুভ হয় না।
অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী রাজনৈতিক দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”