অনলাইন এক্টিভিটি

আপডেট: আগস্ট ৭, ২০২২
0

ডা.জাকারিয়া চৌধুরী

ধরুন, একটা ছবিতে ১ টা গরু আর ১ টা গাধাকে দেখা যাচ্ছে।
পরের ছবিতে একই রকম ও রংগের দুইটা গরু হাসিমুখে তাকিয়ে আছে আপনার দিকে।
পরের ছবিতে একই রকম ও রংগের দুই গাধার হাসি মাখা ছবি।
চতুর্থ ছবিতে কি দেখা যাবে…. এই প্রশ্ন যে সলভ করবে নিজের চিন্তায় সে হল একজন এক্টিভিস্ট।

আবার যিনি এই কুইজ পড়ার সময় হেসে ফেলবেন, পরদিন একই গল্প ভেড়া আর ছাগল দিয়ে নিজের বলে চালিয়ে দেবেন তিনিও এক্টিভিস্ট।

জিয়াউর রহমান একেবারে লিখিত পরীক্ষা নিয়ে দল গঠন করেছিলেন। নজরুল ইসলাম খান সে পরীক্ষায় খুব সম্ভব ৭৯ পেয়েছিলেন…. আমাদেরকে আগে এক্টিভিস্টের ডেফিনেশন ঠিক করতে হবে। সর্বনিম্ন কত পেলে কেউ এক্টিভিস্টের সম্মান পাবেন এর একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে। সার্টিফিকেট ভিত্তিক যোগ্যতায় আমি বিশ্বাস করিনা। বিজ্ঞানী বানাতেও কারখানা লাগে।

এক্টিভিস্ট কোন সহজিয়া বিষয় নয়। এ কথা বিশ্বাস করুন বা না করুন সে আপনার বিষয়। যুগে যুগে চানক্যের ( নেগেটিভ অর্থে নয় ) মত বুদ্ধিমানেরাই পর্দার আড়ালে থেকেও শুন্য থেকে সাম্রাজ্য এমনকি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টিও গড়েছিলেন। নাম তক্ষশীলা। আমাদেরকে ভাল একটা কারখানা দিন, আমরা আপনাদেরকে জাতি গড়ে দেব।