অনলাইন জুয়া- ময়মনসিংহে ৭ যুবক গ্রেফতার

আপডেট: মে ২২, ২০২১
0

হুমায়ুন আহমেদ সৃজন , ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় মোবাইলের মাধ্যমে অন- লাইনে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অপরাধে ৭ যুবককে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ ৷

গতকাল শুক্রবার (২১মে) উপজেলার পাগলা থানার জয়ধরখালী থেকে অবৈধ ই-ট্রানজেকশন করে অনলাইনে জুয়া খেলার অপরাধে হাবিবুল্লাহ (২৮), আনিছুর রহমান (১৮), আরিফুল ইসলাম (১৯), ইকবাল আহাম্মদ (২১), রাজীব (১৯), রানা(১৮) ও রবিন(১৮) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশজনতা ডট কমকে বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাসেদুজ্জামান খান বলেন, টেন পাত্তি, বেট ৩৬৫, ওয়ান এক্স বেট ও ভারতীয় বিভিন্ন অন্যান্য অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটে জুয়া খেলা ও পরিচালনার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়।