অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট: অক্টোবর ১৫, ২০২১
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। ধর্মের নামে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে-সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গতকাল ১৫ অক্টোবর শুক্রবার ইউসুফগঞ্জ শ্রী শ্রী গিরিধারী মন্দিরে আয়োজিত দুর্গাপূজামন্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
কুমিল্লার ঘটনা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। তারা হিন্দু-মুসলমানদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে চায়। মন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সংগ্রাম চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির কর্মকর্তা গণেশ চন্দ্র পাল, শীলা রাণী পাল, দ্বিগেন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া আওয়ামীলীগ নেতা আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, মোমেন মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, জিন্নাত আরা জিসান প্রমুখ।
পরে মন্দির কমিটির পক্ষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ###
তাং-১৫-১০-২০২১ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি