আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ আবু তালহার বিশ্বজয়

আপডেট: জুন ১৪, ২০২৩
0

ফের আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশী ক্ষুদে হাফেজ আবু তালহা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) ১১৬ দেশের প্রতিযোগীর মধ্যে এ সাফল্য অর্জন করে সে।

নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ আবু তালহার শিক্ষক ও ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’র মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।

হাফেজ আবু তালহার বয়স ১২ বছর। বাবার নাম আব্দুল খালেক। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে।

শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আবু তালহা মূলত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তবে আমাদের এখানে নিয়মিত মশক করত সে এবং আমাদের সংস্থার তরফ থেকেই সে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

জানা যায়, বেনগাজিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে অন্তত চল্লিশ হাজার ডলার পুরস্কার পেয়েছে হাফেজ আবু তালহা।

আবু তালহা ছাড়াও প্রতিযোগিতায় আরো যারা ভালো করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- লিবিয়ার সোহাইব মুহাম্মদ আবদুল করীম (প্রথম স্থান), ওমানের আবদুল আজিজ বিন মুনীর বিন সোলাইমান (তৃতীয়), ইরাকের আহমাদ জারুল্লাহ আবদুর রহমান (চতুর্থ) ও কেনিয়ার আবদুল আলীম আবদুর রহীম (পঞ্চম)।

পূর্ণ কুরআন হিফজসহ তাফসির বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার আবদুস সালাম ফাতহী আল আমরুনী, দ্বিতীয় সোমালিয়ার আবদুল ওয়াহহাব কাসেম আহমাদ, তৃতীয় সিরিয়ার ওমর আহমাদ নূরী হাসান, চতুর্থ ইয়েমেনের আবদুল মাজীদ মুজাহিদ আলী এবং পঞ্চম হয়েছেন রাশিয়ার বোরহান আল ইয়াদান রহিমুফ।

দশ ক্বিরাত হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন আমেরিকার ইদয়ান শেহজাদ রহমান, দ্বিতীয় কেনিয়ার হোসাইন মোহাম্মদ নূর এবং তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার ইউসুফ ইসহাক ইবরাহীম।