আন্তর্জাতিক সনদ পেলেই দেশে চামড়ার দাম বেড়ে যাবে : বাণিজ্য সচিব

আপডেট: জুলাই ১৪, ২০২২
0

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, চামড়া শিল্পের বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রফতানির সনদ পাইনি। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলে অথবা চামড়া রফতানিকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারলেই দেশের চামড়ার দাম অনেক বেড়ে যাবে।

তিনি বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয়কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তাদের চামড়ায় গোশত থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে।

তিনি আরো বলেন, চামড়া যাতে অবৈধ পথে ভিনদেশে না চলে যেতে পারে সেজন্য সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।

এরপর তিনি জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী, চেম্বার নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।