আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর অনুমতি নেই: তালেবান

আপডেট: আগস্ট ৩০, ২০২১
0

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের সদস্য আবদুলহক ওয়াসিক বলেছেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ইসলামিক স্টেটের (দায়েশ) উপস্থিতিকে অতিরঞ্জিত করছে।

রোববার আফগানিস্তানের সংবাদমাধ্যম টলোনিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার দায়েশের বিরুদ্ধে নানগারহারে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় আবদুলহক ওয়াসিক বলেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর কোনো অনুমতি নেই।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকেলে দায়েশের ‘একাধিক আত্মঘাতী হামলাকারীকে’ বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আফগানিস্তানে আরেকটি রকেট হামলা চালানো হয়েছে।

‘বিশ্ব দায়েশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আফগানিস্তানে দায়েশ স্থায়ী হবে না,’ ওয়াসিক বলেন।

ওয়াসিকের মতে, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর রকেট হামলা যুক্তরাষ্ট্র ও তালেবান স্বাক্ষরিত দোহা চুক্তির পরিপন্থী।

‘আমরা এ বিষয়ে দোহায় আমেরিকানদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এবং এই হামলা চুক্তির পরিপন্থী। চুক্তি অনুযায়ী সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের বিষয়ে আমেরিকানদের হস্তক্ষেপ করার অনুমতি নেই,’ ওয়াসিক বলেন।