আবারো গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল ও সম্পাদক সবুজ

আপডেট: মে ২০, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি পদে আকম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন সবুজ এমপি পুনঃরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কাউন্সিলের দ্বিতীয় সেশনে কমিটির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। ইতোপূর্বের কমিটিতে তারা একইপদে ছিলেন।

কাউন্সিল অধিবেশনের পর কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এ নতুন কমিটি ঘোষনা করেন। এসময় মির্জা আজমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা অওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু জানান, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামীলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে সভাপতি এবং মোহাম্মদ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইতোপূর্বে গাজীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ২৯ জুন। ওই সম্মেলনে তৎকালীন গাজীপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি এবং টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমতউল্লাহ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পুনঃরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ২০১৭ সালের ২২ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরপর বৃহষ্পতিবার অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।