আমরা আর চাই না যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাক, দুর্নীতিবাজরা আবার লম্ফঝম্ফ দিক.. —মন্ত্রী শ.ম রেজাউল

আপডেট: অক্টোবর ২৭, ২০২৩
0

বিপ্লব বিশ্বাস

আমরা আর চাই না যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাক,দুর্নীতিবাজরা আবার লম্ফঝম্ফ দিক, দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক- এ জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

’আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।
তিনি বলেন, ‘দলের (আওয়ামী লীগ) ভেতরে কোনও বিভাজন করা যাবে না। মান অভিমান থাকতে পারে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে আবার অন্ধকারে চলে যাবে দেশ। আবার দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা ওঠাতে চাইবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা প্রতীকে শেখ হাসিনার পক্ষে দিতে হবে।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকারের আমলে মৎস্য সম্পদের ব্যাপক উন্নতি হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ার আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের চাহিদার ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয়।’
তিনি আরও বলেন, ‘হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকার কৃত্তিমভাবে সেগুলো উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বর্তমানে বিদেশে মৎস্য সম্পদ রফতানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম।’