আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, কোহলির ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল

আপডেট: আগস্ট ১৯, ২০২১
0

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যাট-বলে লড়াইয়ের সঙ্গে চলছে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে বাকযুদ্ধ। ক্রিকেটের ভাষায় যাকে স্লেজিং বলে। আর ২২ গজের মাঠে এই অক্রিকেটীয় আচরণে যোগ দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি নিজেই।অবশ্য এর জন্য দায় অনেকটা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। ইট মারলে পাটকেল খেতে হয়—অ্যান্ডারসনকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন কোহলি।

স্লেজিংয়ের জবাবে ইংরেজ তারকাকে কোহলি বললেন, ‘বয়সের কারণে এসব করতে হচ্ছে।’
ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি ও অ্যান্ডারসনের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

যেখানে অ্যান্ডারসনের উদ্দেশ্যে কোহলিকে বলতে শোনা গেছে—‘এটি কী ছিল হ্যাঁ? আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে? জাসপ্রিতের (জাসপ্রিত বুমরাহ) মতো? হ্যাঁ?’
জবাবে কোহলিকে অ্যান্ডারসন বলছেন, ‘তুমি যত খুশি আমাকে গালাগাল করতে পার।’
পাল্টা জবাবে কোহলি বলেন, ‘নিজের নিয়ম মেনে নিজে খেলে যাও। দৌড়ানোর জন্য তুমি আমাকে গালাগাল করছ। এটি তোমার বাড়ির উঠান নয়।’

ফের জবাব দেন জিমি, ‘আমার মতে, বোলাররা দৌড়াতে পারে। ক্রিজের মধ্যে দিয়েও।’
এরপর কোহলি পাল্টা জবাব দেন, ‘হ্যাঁ, হ্যাঁ। শুধু বকবক আর বকবক। বয়সের কারণে এসব করতে হচ্ছে।’
জিমি অ্যান্ডারসনের এমন তর্কে জড়িয়ে যাওয়ার নেপথ্যে জুড়ে আছেন জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার মেরে হয়রান করেছেন বুমরাহ। এতই বাউন্সার দিয়েছেন যে, তার এক ওভারে চারটি নো বল ডাকতে হয়েছে আম্পায়ারকে। বেশিরভাগ বলই অ্যান্ডারসনের শরীরকে তাক করে মেরেছেন বুমরাহ। এতে বেশ ক্ষুব্ধ অ্যান্ডারসন।

এরপর থেকে ভারতীয়দের বিরুদ্ধে মুখ চালিয়ে যাচ্ছেন অ্যান্ডারসন।