আরমানেটোলায় অগ্নিকান্ড : আবাসিক এলাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থ অপসারন চায় বাপা

আপডেট: এপ্রিল ২৪, ২০২১
0

রাজধানীর পুরনো ঢাকার আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নীচতলার ক্যামিকেল গোডউনে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু ও ১৮জন দগ্ধের ঘটনায় বাপা সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিল নিন্মোক্ত বিবৃতি প্রদান করছেন:

গত ২৩এপ্রিল, ২০২১ রাজধানীর পুরনো ঢাকার হাজী মুসা ম্যানসন ভবনের নিচতলা থেকে শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনায় ৪ জন মৃত্যু এবং ১৮জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল ও শেখহাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধিন রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম থেকে শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন।ফায়ার সার্ভিসের হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে তিনতলা এবং চারতলা থেকে গ্রিল কেটে হতাহতদের নামানো হয়েছে বলে জানা যায়।

নিমতলীতে ২০১০ সালে ৩ জুনের অগ্নিকাণ্ডে ১২৪ জন ২০১১ সালে ৭০ জন এবং ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা ওয়াহেদ ম্যানশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ভবনে থাকা কেমিক্যাল গোডাউনের আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয় এবং ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় আরো ৭১ জনের।

এই গভীর শোকের মুহূর্তে আমাদের মনে পড়ে যাচ্ছে তিনটি বিভীষিকাময় ঘটনাই ঘটেছে আমাদের প্রিয় রাজধানীর পুরোনো অংশে। সেদিনের নিমতলী চুড়িহাট্রা অগ্নিকাণ্ডেরই পুনরাবৃত্তি যেন গত শুক্রবারের ঘটে যাওয়া অগ্নিকাণ্ড।

বারবার এহেন দুর্ঘটনা ঘটার পরও সরকার কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায়, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এধরণের মার্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সে জন্য সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ অতিদ্রুত পুরান ঢাকা এবং দেশের সব আবাসিক এলাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থ দ্রুত অপসারণকরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।