আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা সীমান্তে হত্যার বিচার চায়

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২১
0

বাংলাদেশ সীমান্তে এ দেশের মানুষকে হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর বিচার চায় আর্ন্তজাতিক হিউম্যান রাইটস ওয়াচ।

আজ মঙ্গলবার এ সম্পর্কিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, ১০ বছর আগে হিউম্যান রাইটস ওয়াচের ‘ট্রিগার হ্যাপি’ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশের পর ভারত সরকার বিএসএফকে অবৈধভাবে সীমান্ত পারাপারকারীদের বিরুদ্ধে কিছুটা নমনীয় হতে এবং প্রাণঘাতী গুলির পরিবর্তে রাবার বুলেট ব্যবহারের নির্দেশ দিয়েছিল।

এইচআরডব্লিউ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় সরকার বিএসএফকে নমনীয় হয়ে গুলি ব্যবহার না করার যে নির্দেশ দিয়েছিল, তা নতুন করে হত্যা, নির্যাতন এবং অন্য মারাত্মক ধরনের নির্যাতন রুখতে পারেনি।’

তবে ভারতীয় এবং বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর বরাত দিয়ে সংস্থাটি বলছে, দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের ওপর বিএসএফ এখনো নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং দুর্ব্যবহার অব্যাহত রেখেছে।

গরু পাচার, চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার বন্ধ করতে মোতায়েন করা বিএসএফ সবসময় বলে আসছে, শুধু হামলার স্বীকার হলেই তারা শক্তি ব্যবহার করে।