আড়াইহাজারে জমি নিয়ে দ্বন্দ্ব কৃষককে পিটিয়ে হত্যা : গ্রেফতার-১

আপডেট: মে ৩১, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত দ্বন্দ্বে কৃষক মোন্তাজউদ্দীন (৫৫) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাবেক মেম্বার আলাউদ্দীনের সাথে নিহত মোন্তাজউদ্দীনের সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় মোন্তাজউদ্দীন ওই সম্পত্তিতে বালু ভরাট করছিল। এ সময় আলাউদ্দীন মেম্বারসহ তার পক্ষের রিমন, কানন, শফিকুল তাতে বাধা দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আলাউদ্দীন মেম্বার গং মোন্তাজউদ্দীনকে পিটিয়ে আহত করে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোন্তাজউদ্দীনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ শফিকুলকে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত মোন্তাজউদ্দীন ওই এলাকার মৃত: ফজর আলীর পুত্র।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যপারে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়েছে।

এম আর কামাল