আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় আহত-৫ : থানায় অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার হাইজাদী ইউনিয়নের চন্ডিবরদী গ্রামে শুক্রবার ঘটলেও রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর হাজী আব্দুল হান্নান বাদী হয়েছে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৩০/৪০ জনের নামের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের মধ্যে আতাউর রহমান, মাহাবুর, আবুল বাশার ও আবুল হাসেমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মামলার বাদী হাজী আব্দুল হান্নান জানান, শুক্রবার একই গ্রামের বাবুল, মাসুদ, ডালিম, আয়নাল হক, সেলিম ও হাতেম আলীসহ আরো বেশ কয়েকজন লোক আমার চাষকৃত পুকুরে মাছের টিল ছুড়ে ক্ষতি সাধণ করে। আমি বাধাঁ দিলে তারা আমাকে গালমন্দ করে চলে যায়। পরে বিকালে আমার ভাতিজা আতাউর রহমানকে স্কুল মাঠে পেয়ে তারা মারধর করে। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি আপোষ করে দেন। এরপরও উক্ত সন্ত্রাসীরা দেশী অস্ত্র নিয়ে সন্ধ্যায় আমার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর করে। বাধাঁ দিতে গেলে হামলায় আতাউর রহমান, মাহাবুর, আবুল বাশার ও আবুল হাসেমসহ ৫ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।