আয়ারল্যান্ড ক্রিকেটারের করোনা : চট্টগ্রাম ম্যাচ বাতিল

আপডেট: মার্চ ৫, ২০২১
0

গত পরশু বাংলাদেশ ও আইরিশ এ দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ খেলা শুরু হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা ধরা পড়ে। তিনি আজ মাঠে ছিলেন। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গেই সঙ্গ নিরোধ অবস্থায় নেওয়া হয়েছে।

আজ থেকেই চট্টগ্রামে আয়ারল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান।

খেলা দেখতে মাঠে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। পুরো ঘটনার ব্যাপারে তিনি বলছিলেন, ‘খেলা বন্ধ। ওদের একটা ক্রিকেটারের কোভিড পজিটিভ এসেছে। বুঝতে পারছি না কি হচ্ছে।

গত পরশুর করোনা রিপোর্ট এসেছে নাকি আজ ১১টায়। ম্যাচে খেলছিল সেই ক্রিকেটার। তারপর ওরা মাঠ ছাড়ে। এখন খেলা বন্ধ। আর এই ম্যাচ হচ্ছে না। দেখি কী হয়। এটা তো ডাক্তারদের ব্যাপার। তাঁরা কি বলে দেখতে হবে।’