ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে পুতিনের ঘোষণা

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২
0

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এ স্বীকৃতিমূলক ঘোষণা দেন। পুতিনের ঘোষণার মাধ্যমে ইউক্রেনীয় চার অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়া দখল করলো।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ক্রেমলিনে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন যে এ অঞ্চলগুলোকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা ছিলো লাখো মানুষের ইচ্ছা।এ সময় তিনি আংশিকভাবে রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার দখলদারিত্বের স্বীকৃতি দেন। তিনি রাশিয়ায় অন্তর্ভুক্তির জন্য ওই অঞ্চলে আনুষ্ঠিত গণভোটের পর এমন সিদ্ধান্ত নেন।

রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল এখন থেকে রাশিয়ার। তিনি এগুলোকে নতুন রুশ অঞ্চল বলে ঘোষণা দেন। তিনি এমন মন্তব্য করার পর উপস্থিত দর্শকরা তাকে উচ্ছ্বসিত করতালির মাধ্যমে স্বাগত জানান। ওই উপস্থিত দর্শকদের মধ্যে ওই চারটি ইউক্রেনীয় অঞ্চলের নেতারাও ছিলেন। তারা রুশপন্থী হিসেবে পরিচিত।

সূত্র : আল-জাজিরা