ইউক্রেনের রাজধানী কিয়েভে বিকট বিস্ফোরণ

আপডেট: এপ্রিল ১৬, ২০২২
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিকট বিস্ফোরণের কথা জানিয়েছেন ওই শহরের মেয়র। ক্ষেপণাস্ত্র হামলার কারণে এমন বিকট শব্দের সৃষ্টি হয়। শনিবারের ওই হামলায় বেশ কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, কিয়েভের পূর্বাঞ্চলে ডার্নিটস্কি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিকট বিস্ফোরণের সৃষ্টি হয়। ওই সময় উদ্ধারকর্মী ও প্যারামেডিক চিকিৎসকরা ওই স্থানে যান।

কিয়েভের মেয়র আরো বলেন, কিয়েভে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, এখন রাশিয়ান সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মূল টার্গেট হলো কিয়েভ।

ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়াও দেশটির লভিভ শহরেরও একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় সতর্ককতামূলক ব্যবস্থা হিসেবে এয়ার সাইরেন বাজানো হয়।

এদিকে ইউক্রেনীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কিয়েভে ৯০০ বেসামরিক লাশ পাওয়া গেছে।

সূত্র : আল-জাজিরা