ইসরাইলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহবান

আপডেট: মে ১৫, ২০২১
0

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। ঐতিহাসিক নাকাবা দিবসের ৭৩তম বার্ষিকীতে ইরান এ বিবৃতি প্রকাশ করল। ১৯৪৮ সালের ১৪ মে বর্বর আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি এবং ঘর-বাড়ি থেকে উচ্ছেদ করে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা করা হয়।

বিবৃতিতে ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইল তাদের সীমাহীন বর্বরতা চালাতে মার্কিন সরকারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের কাছ থেকে অন্ধ সমর্থন পাচ্ছে।#