ইসরাইলে হামাসের রকেট হামলা

আপডেট: এপ্রিল ৬, ২০২৩
0

ইসরাইলের ইহুদি অধ্যুষিত এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বৃহস্পতিবার সকালে ওই রকেট হামলা চালানো হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল দখলদার বাহিনীর সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে হামাস কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে দু’টি ভূমধ্যসাগরে পড়েছে। বাকি পাঁচটি ইসরাইলের ইহুদি অধ্যুষিত এলাকায় আঘাত হেনেছে।

এর আগে বুধবার রাতে ইসরাইলি সৈন্যরা আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। তারা মুসুল্লিদের নামাজ ত্যাগ করে ছত্রভঙ্গ করে দেয়ার জন্য রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এরপর এক ঘণ্টার মধ্যে মসজিদটি প্রায় ফিলিস্তিনি-শূন্য করে ফেলা হয়। তারা অধিকৃত পূর্ব জেরুসালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভেতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশিকে গ্রেফতার করা হয়।

সূত্র : আলজাজিরা ও অন্যান্য