ইসলামী বিপ্লবী চেতনাই উন্নয়নের চাবিকাঠি: ইরানের প্রেসিডেন্ট

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২১
0

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাতীয় উন্নয়ন ও বিজয়ের জন্য বিপ্লবী চেতনা ধারণ করতে হবে। এই চেতনাই উন্নয়নের চাবিকাঠি।

তিনি আজ শুক্রবার ইলাম প্রদেশ সফরের সময় আরও বলেছেন, ইরানকে এগিয়ে নিতে এবং বিজয়ের ধারা অব্যাহত রাখতে বিপ্লবী চেতনা ও স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে শহীদদের পথে এগোতে হবে। আন্তরিকতা থাকতে হবে।

তিনি বলেন, শহীদদের বার্তা হচ্ছে সমাজে যাতে বিপ্লবী চেতনা হ্রাস না পায় এবং ন্যায়বিচার অক্ষুণ্ণ থাকে। ইরানি জাতির সম্মান ও মর্যাদায় যাতে কোনো ধরণের আঁচড় না পড়ে।

ইরানের প্রেসিডেন্ট এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর নির্ভরতা
এবং প্রতিশ্রুতি পালনের মাধ্যমে ইসলামী বিপ্লবী মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রদেশে এটি তার চতুর্থ সফর।

১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে ইরানে ইসলামী বিপ্লব সফল হয়। এরপর থেকেই দেশটির ইসলামী দিকনির্দেশনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইসলামী বিপ্লবী চেতনা ধরে রাখতে ইরানের নেতারা সব সময় জোর দিয়ে থাকেন।#