ঈদের ফিরতি যাত্রা গাজীপুরে দূরপাল্লার ৯৭ গাড়ির বিরুদ্ধে মামলা, ড্যাম্পিং ১০

আপডেট: মে ১৭, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দূরপাল্লার ৯৭টি বাসের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা এবং ১০টি গাড়ি ড্যাম্পিংয়ে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত গত ১৮ ঘন্টায় মহাসড়কে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার (উত্তর) মো. মেহেদী হাসান জানান, ঈদ শেষে বিভিন্ন পরিবহণে যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে আবার কর্মস্থলে ফিরছেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার কিছু বাস এ সমস্ত যাত্রী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছিল। রবিবার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে এ ধরণের ৪৫টি বাসের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আরো ১০টি গাড়িকে ড্যাম্পিং করা হয়েছে। ঈদের পর রবিবার থেকে গাজীপুরের সড়ক-মহাসড়কে লোকাল বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনিবাসসহ বিভিন্ন পরিবহণে বাড়ি ফেরত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

গাজীপুরের কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি মীর গোলাম ফারুক জানান, একই অভিযোগে চন্দ্রা ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ৪৬টি বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা ও প্রয়োজনীয় কাগজ-পত্র না থাকায় চারটি গাড়িকে আটক করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, শ্রীপুর উপজেলা মাওনা-চৌরাস্তা এলাকায় রবিবার সন্ধ্যায় দূরপাল্লার বাস যাত্রী নিয়ে চলাচলের চেষ্টা করলে ৬টি বাসের চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে লোকাল বাস, মিনিবাস, পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার বিকেল থেকেই এসব গাড়িতে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।