ঈদে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালো ফিফাসহ বিশ্বের নামাদামী ফুটবল ক্লাব ও তারকারা

আপডেট: মে ৫, ২০২২
0

মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে বিশ্বের নামাদামী ফুটবল ক্লাব ও তারকারা বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।

এই তালিকায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার পাশাপাশি বার্সালোনা-রিয়াল মাদ্রিদের মতো বড় বড় ক্লাব ও মেসুত ওজিল-করিম বেনজামো-মোহাম্মদ সালাহের মতো মহাতারকারাও আছেন।

ফিফা মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক টুইটবার্তায় লিখেছে, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিফা তার মুসলিম অনুসারীদের শুভেচ্ছা জানায়।’

স্প্যানিশ ক্লাব বার্সালোনা ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘বার্সালোনা ক্লাব আপনাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ মোবারক। বছরের প্রতিটি দিনই কল্যাণময় কাটুক।’

রিয়াল মাদ্রিদ সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ক্লাব আপনাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ মোবারক। বছরের প্রতিটি দিনই কল্যাণময় কাটুক।’

একইসাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে প্রসিদ্ধ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলছি।

ইতালিয়ান ক্লাব এসি মিলান এক টুইটবার্তায় জানিয়েছে, ‘এসি মিলান তার সমস্ত মুসলিম সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা প্রত্যাশা করি- আপনাদের প্রতিটি দিনই ‘ঈদ’ হোক।’

আর তারকাদের মধ্যে প্রতি বছরের মতো এবারও সবার আগে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান খেলোয়াড় মেসুত ওজিল। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার মুসলিম ভাই-বোনদের প্রতি সুখময় ঈদের শুভেচ্ছা। তোমাদের ও তোমাদের পরিবারকে ঈদ মোবারক।’

ফ্রান্স ফুটবলার করিম বেনজামো টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’ ভিডিওর ক্যাপশনে বেনজামো লিখেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সহায় হোন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ।’

ঈদের শুভেচ্ছা জানানোতে মেসুত ওজিল ও বেনজামোর অনুসরণ করেছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, আর্সেনাল খেলোয়াড় মোহাম্মদ ন্যানেসহ আরো অনেকে।

সূত্র : আলজাজিরা