উন্নয়ন দিয়ে কী হবে, যদি আগামী প্রজন্মই ধ্বংস হয়ে যায়– হাসান সরকার

আপডেট: এপ্রিল ১৮, ২০২২
0

গাজীপুর সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশকে নেতৃত্বশূন্য করার গভীর চক্রান্ত চলছে। মাদকের আগ্রাসন যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে তাতে উন্নয়ন দিয়ে কী হবে, যদি আগামী প্রজন্মই ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন, ক্ষমতাশীনদের ছত্রছায়ায় সকল ধরণের অন্যায় অবিচার সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ঐক্যবদ্ধভাবে এখনই রুখে দঁাড়ানোর সময় এসেছে। প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, না হয়, থুতু ফেলুন।

তিনি রোববার টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে স্থানীয় টিএন্ডটি বাজারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর-ই-মোস্তফা খান। আমজাদ হোসেন জুনা ও আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা কাউন্সিলর সফিউদ্দিন সফি, আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, জাহাঙ্গীর আলম ভেন্ডার, মোখলেছুর রহমান, বেনজির আহমেদ পিন্টু প্রমুখ।
উপস্থিত ছিলেন, রমজান হোসেন বিল্লাল, মজিবুর রহমান, নবিন হোসেন, রফিকুল ইসলাম রিপন, আবুল কালাম আজাদ, আমির হোসেন মরু, কাজী হারুন, কাজী হুমায়ুন, ইসমাইল হোসেন রানা, লিয়াকত আলী, মাহবুব আলম, নাছির উদ্দিন মৃধা,মিজানুর রহমান, সেলিম কাজল, রাতুল ভূইয়া, হাসান আলী বাবু, আনোয়ার হোসেন, বাবুল চৌধুরী, শামীম আহমেদ বাবু, মাসুদ রানা, নূরুল আলম জিকু, তৌহিদুল ইসলাম সাগর, মামুনুর রশিদ দিপু, জাকির হোসেন রিমন, আব্দুল হামিদ, মিলন মিয়া, রবিউল ইসলাম আহাদ প্রমুখ।
মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন বলেন, দলের ভেতর কেউ বিবাদ বিভাজন সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না। বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার গাজীপুর মহানগর বিএনপির অভিভাবক। তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন মহানগর বিএনপি তার নেতৃত্বে চলবে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর বলেন, আওয়ামীলীগের সাথে আঁতাত করে, রাতে মিটিং করে বিএনপির কমিটি দেয়া হচ্ছে। এসব কমিটি আমরা মানি না। দলের ভেতর যারা আওয়ামীলীগের এজেন্ট এবং আওয়ামীলীগের সাথে আঁতাত করে রাজনীতি করেন তারা চিহ্নিত। গাজীপুর মহানগর বিএনপিতে আওয়ামীলীগের এসব দালালদের প্রতিহত করা হবে।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ রেখে ব্যক্তিগত কর্মচারীদের দিয়ে বিএনপি কমিটি দেয়া হচ্ছে। যারা বিগত দিনে কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে আসীন করে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে। এমন অথর্ব কমিটি আমরা মেনে নিতে পারি না। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তাদেরকে দিয়ে কমিটি দিতে হবে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৭-০৪-২০২২ইং