এনেক্স ভবনের ছাদ বরান্দা ধসে তদন্ত কমিটি গঠন নিহত-আহত’র পরিবারকে দেওয়া হবে সহায়তা

আপডেট: অক্টোবর ১০, ২০২২
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবন এনেক্স এর ছাদ বারান্দা ধসে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রতি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহযোগিতা এবং আহতদের সু-চিকিৎসা সহায়তায় খরচ দিবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়াকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তদন্ত কমিটির অন্যরা হচ্ছে সদস্য খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সদস্য সচিব খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে এতে। এছাড়াও কমিটিকে এ পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহগোগিতা করবেন বলে গঠিত তদন্ত কমিটিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষেদের চেয়ারম্যান মংস্ইুপ্রু চৌধুরী অপু। শনিবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিকে- ৮ অক্টোবর শনিবার বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত এনেক্স ভবনের ছাদ বারান্দা ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও আরো ৫ জন আহত হয়। এ ঘটনায় গভীর রাতে উদ্ধার তৎপরতা শেষ করে উদ্ধারে অংশ গ্রহণকারীরা। এতে ফারার সার্ভিস,সেনাবাহিনী,পুলিশ,রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কাজে অংশ নেন।

এতে নিহতরা হচ্ছে-খাগড়াছড়ি কলেজ গেট এলাকার মো.আমিনের ছেলে সাজ্জাদ হোসেন (২১)। সে খাগড়াছড়ি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে-সন্ধ্যার পর উদ্ধার হওয়া উদ্ধার নিহত অন্য যুবকের নাম মো: সাইফুল ইসলাম শিকদার। সে খুলনা বাগেরহাট চিতলমারীর কলিগাতীর মধ্য পাড়ার বাসিন্দা সোহরাব শিকদারে ছেলে।

ঘটনায় আহতরা হলেন, মোঃ রোকন (৩৮), মোঃ হাসান (২৪), মোঃ হানিফ (২৫), মোঃ হানিফ (২৭)৷ মোঃ সোহেল (২৩)। ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মান শুরু হয়। ভবনটবর সামনের অংশে ১৬জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ছাদ বারান্দা ঢালাই চলাকালীন হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সাজ্জাদ হোসেন নামে একজন মারা যান। পরে আরো এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া।

anex bhabon

মুলত ছাদ ঢালাইয়ের সময় ঘটনাস্থলে বন্ধের দিন হওয়ায় শনিবার কোন ইঞ্জিনিয়ার ছিলেন না। ঢালাই কাজে ভারী এই ছাদের নিচের অংশে লোহার খুটির পরিবর্তে বাঁশ দিয়ে ঠেস দেয় ঠিকাদার কর্তৃপক্ষ। ফলে সেন্টারিং সিস্টেমের ক্রটি হওয়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, জেলা পরিষদ মংসুইপ্রু চৌধুরী,খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর জোন কমান্ডার,রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু)সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করে এ ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি