‌`এ দেশ এক মস্ত জেলখানা আমি নি:শ্বাস নিতে পারছি না ‘

আপডেট: এপ্রিল ৮, ২০২৩
0

ডা. জাকারিয়া চৌধুরী

আমাকে অন্য যে কোন একটা জেলখানায় নিয়ে চলো,
আমি প্রানভরে একবার অন্তত নিঃশ্বাস নেই।
আমাকে দুনিয়ার সবচে খারাপ জেলখানাটায় নিয়ে যাও,
গোসল শেষে নিশ্চিন্তে দু’লাইন কবিতা পড়ি।

শুনেছি সেখানে লাইব্রেরি থাকে,
দুনিয়ার মস্ত বড়সর মানুষদের জেল জীবনের গল্প থাকে,
পৃথিবীর সবচে বড় দেশপ্রেমিকদের কন্ডেমন সেলের স্মৃতি লেখা থাকে,
আমাদের জাতীয় নেতাদের ফাসির মঞ্চটা এখনো নাকি ঠিক অবিকৃত আছে,
আমি শুনেছি সে গল্প।

আমাকে কেউ একজন জেলে নিয়ে চলো।
আমি ভয়ংকরতম শাস্তির বিনিময়ে হলেও এসব দেখে যেতে চাই,
এখানে যে জীবন আমি বহন করি,
সে তুলনায় জেল জীবন বড় নস্যি মনে হয়।

আমার সবচে বড় স্বপ্নটা কি জানো,
আমি স্বপ্ন দেখি দুনিয়ার সবচে বড় লাইব্রেরিটাতে,
চিরস্থায়ী ভাবে আবদ্ধ হয়ে গেছি।
আমৃত্যু যদি তা জেলে কাটাতে হয় আমার তাতে আপত্তি নাই,
তোমরা কি জানো, নাকি জানোনা ?

এ দেশ এক মস্ত জেলখানা।
এখানে মুক্ত থাকা মানে অকর্মা, নিষ্কাম আর অকারন সময় ক্ষেপন,
আমাকে কাজ করতে দাও,
আমাকে বরং জেলেই নিয়ে চলো,
জেলার হাকিম মোক্তার উকিল কাকে বলতে হবে তাই বলো।
আমাকে কেউ জেলে নিয়ে চলো।

লেখক, কবি,রাজনৈতিক, চিকিৎসক, কলামিস্ট