ওয়ানডে’তে মিরাজের প্রথম সেঞ্চুরি

আপডেট: ডিসেম্বর ৭, ২০২২
0

দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে ১৫ রান তুলে নিয়ে অসাধারণ এক শতক উপহার দিয়েছেন তিনি।

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৩ বলে আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা দিয়ে সেঞ্চুরি করেছেন মিরাজ।
৬৯ রানে ৬ উইকেট হারানোর পর ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে লড়াই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের হাত ধরে বাংলাদেশ ৫০ ওভার শেষ করেছে। রানের গণ্ডি পেরিয়েছে।

বাংলাদেশের হয়ে সব শেষ উইকেট হিসেবে ফিরে গেছেন আফিফ হোসেন কোনো রান না করেই ।
এর আগে ওয়াশিংটন সুন্দরের বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহীম। তার ব্যাটে এসেছে ২৪ বলে ১২ রান।

আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। লিটনের সাথে আজ ওপেন করেন এনামুল হক বিজয়। শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ রইলো না। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করা বিজয় জীবন পেয়েও সেটা হেলায় নষ্ট করলেন।

মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বিজয়। কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচ ফেলে দেন। হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। পরের বলেই আউট বিজয়।