কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের হাতে ৯৭২০ পিচ ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদককারবারী আটক

আপডেট: এপ্রিল ১১, ২০২১
0

শাহীন মঈনুদ্দীন উখিয়া:

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে ৯,৭২০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সারা দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য রেপিড একশন ব্যাটালিয়ন ( র‍্যাব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন রিলে কেন্দ্র (বালুখালী) উপকেন্দ্রের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১০ এপ্রিল ২০২১ বেলা
আনুমানিক ৩.৩০ মিনিটের সময় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে
একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোহাম্মদ আইয়ুব (৩৪), পিতা-
বাচা মিয়া, সাং-ক্যাম্প-১, ব্লক এফ-১৪, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত জন সম্মুখে আসামীর হাতে থাকা লাল রঙের ব্যাগ তল্লাশী করে মোট ৯,৭২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার
করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।