কবি কাপ্তান মিয়া ‘গীতিকাব্য সংগ্রহ’ মোড়ক উন্মোচন

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২১
0

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পালপুর গ্রামের মাস্টার, কবি মরহুম কাপ্তান মিয়া গীতিকাব্য সংগ্রহ মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও গান এর আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ ব্লু ওয়াটার মার্কেটের ৯ম তলায় ইমজার হলরুমে কাপ্তান মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোড়ক উন্মেচন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতক পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার সমুজ মিয়ার সভাপতিত্বে ও টিএম নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কবি আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ডীন মোস্তাক আহমদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন লেখব এনামুল মুনীর, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন কবি গবেষক টিএম আহমেদ কায়সার, আইডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজমুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাতকস্থ সিলেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হুসেন, ছাতক উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার টি.এম ইমরান আহমেদ,শেফিল্ড শ্রমিক লীগের সভাপতি টি.এম সাহাব উদ্দীন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আমির মোহাম্মদ, আহসান মাহবুব, ছালিক, রুহিন, শাহ আলম, আফসার, ইব্রাহিম, মুহিব, শুভন, আলী মিয়া, গীতিকার রহিম উদ্দিন মামুন, ইকবাল প্রমুখ।