কমলাপুর রেলওয়ে স্টেশনে রনির পাশে ডা. জাফরুল্লাহর অবস্থান

আপডেট: জুলাই ২৪, ২০২২
0

রোববার (২৪ জুলাই) বিকেলে মহিউদ্দিন রনিকে নিয়ে ডা. জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য হুইল চেয়ারে বসে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে বন্ধ করে দেওয়া হয় গেট। ভেতরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত স্টেশনের বাইরে অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ।

আজ ২৪ জুলাই বিকেল ৫ টায় মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরী কমলাপুর রেলওয়ে স্টেশনে মূল ফটকে মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন।
গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির ৬ দফা দাবী ‘বাংলাদেশ রেলের অব্যবস্থাপনার পরিবর্তন‘ যে লড়াই করে যাচ্ছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাতে আজ ২৪ জুলাই, রবিবার বিকেল ৫ টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, হাবীবুর রহমান রিজু, মোঃ ইসমাইলম মহিবুল্লাহ বাহার,

আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স নাট্যকলা বিভাগের কামরুন্নাহার মুন্নি, একেই বিভাগের রিফাত জাহান শাওন প্রমূখ।

এখন রাত ৯ টায় মূল ফটককে মহিউদ্দিন রনিসহ উক্ত ব্যক্তিবর্গ কমলাপুর স্টেশন ম্যানাজার ও মাস্টারের সাথে স্বাক্ষাৎ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের জানান । সন্ধার পর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন একবার এসে ডা. জাফরুল্লাহ চৌধুরী ও রনিসহ ৫ জন স্টেশনের ভিতরে গিয়ে রনির ৬ দফা দাবির বিষয়ে উপরের কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে ৫ জনের নামের লিষ্ট নিয়ে গেছেন। তিনি ৩০ মিনিট পর এসে বললেন শুধু ডা. জাফরুল্লাহ চৌধুরী ভিতরে যেতে পারবেন ।স্টেশন মাস্টারের বক্তব্য শুনার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন আমি রেলে অব্যবস্তাপনা পরিবর্তনের জন্য যে আন্দোলন শুরু হলো তার নেতা মহিউদ্দিন রনি ব্যতিত ভিতরে ম্যানাজার ও রেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যাবেনা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯ টায় ডা. জাফরুল্লাহ গেটের বাইরে রনিসহ অবস্থান করছেন।

বিকেলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজ আন্দোলন করার জন্য আসিনি, আমরা চাচ্ছি একটি ব্যবস্থাপনা উন্নতির জন্য। দুর্নীতির অপসারণ চাই, জনগণের জন্য সুযোগ-সুবিধা চাই। প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এখানেই অবস্থান নিয়ে থাকবো।

তিনি বলেন, স্টেশন ম্যানেজার মাসুদ ও রেল কর্তৃপক্ষ যদি রনির ছয় দফা দাবি মেনে নেয়, তাহলে আমি রনিকে অনুরোধ করব আন্দোলন স্থগিত করে তাকে পড়াশোনায় ফেরত যেতে।

এদিকে আজ বিকেল ৪টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্য শিক্ষার্থীরা। তবে তারা ঢুকতে পারেননি। সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এসময় সব ফটক বন্ধ করে দেন তারা। তবে টিকিট দেখিয়ে সাধারণ যাত্রীদের স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আন্দোলনকারী মহিউদ্দিন রনি বলেন, আমাকে ঢুকতে দেয়নি ভালো কথা। কিন্তু দেশের একজন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আটকে দিল কেন তারা?

বিকেল ৪টার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্য শিক্ষার্থীরা। তবে তারা ঢুকতে পারেননি। তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।