করোনার প্রাদুর্ভাব; বান্দরবানে সকল পর্যটন কেন্দ্র ১৪দিনের জন্য বন্ধ

আপডেট: এপ্রিল ১, ২০২১
0
মেঘলা ঝুলন্ত ব্রীজ

বান্দরবান জেলা সংবাদদাতা: দেশব্যাপী

করোনা সংক্রমনে পিছিয়ে নেই বান্দরবান জেলাও। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমনে বান্দরবান জেলাতে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

এছাড়া পর্যটন কেন্দ্র গুলোতে নিয়ন্ত্রণহীন ঘুরে বেড়ানোর সুযোগ থাকায় সারাদেশে করোনা বিস্তারের আশংকা রয়েছে। তাই বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তীবরীজি এক ঘোষণায় বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন।

দুই সপ্তাহের বন্ধের শুরুতে পর্যটকদের পর্যটন কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। বান্দরবানের নাফাখুম, রেমাক্রি, তিন্দু,দেবতাকুম, বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে অসংখ্য মানুষ পর্যটনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও এখন তারা বেকার হয়ে যাবে। বিশাল ক্ষতি হবে পর্যটন শিল্পের।
তবুও করোনা মহামারী মোকাবেলায় জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।