করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: এপ্রিল ২৪, ২০২২
0

ভারতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এই অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার রাজধানীর মহাখালীর জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, দেশে এত দিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে।

মন্ত্রী বলেন, আমরা দেশের লক্ষ্যমাত্রার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধু যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নিতে বাকি আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে।