কর্মগুণে চারবার জেলার শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার মুরাদ

আপডেট: অক্টোবর ১১, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম
ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার লালমোহন থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নানাবিধ কর্মগুণে চতুর্থবারের মত জেলার বেস্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

রবিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে অবদান রাখায় তাঁকে বেস্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ঘোষণা করা হয়।

পরে মো. মাকসুদুর রহমান মুরাদ’র হাতে বেস্ট ওসি’র স্বীকৃতি স্বরুপ সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর লালমোহন থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. মাকসুদুর রহমান মুরাদ। এরপর থেকে কর্মক্ষেত্রে নিজ কর্মগুণে মোট ৪ বার বেস্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

এদিকে জেলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও লালমোহনবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।