কাজী জাফরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১
0

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় আজ ৪ সেপ্টেম্বর ২০২১ জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। সভাপরিচালনা করেন যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা এ এস এম শামীম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুউল্লাহ খান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পাটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদ্্ুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, এ্যাডভোকেট মজিবর রহমান, মাওলানা রুহুল আমিন, এ্যাড. মোঃ শফিউদ্দিন ভুইয়া, আলহাজ¦ মোঃ সেলিম মাষ্টার, বিএনপি’র নেতা ফজলুল হক মিলন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হুদা, হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মোঃ নজরুল, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কাজী ফয়েজ আহমদ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিন সরকার প্রমুখ নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, গাজী ওমর ফারুক, মোঃ আমির হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুব বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল হক ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার, যুগ্ম প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ নকিব হক, জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আলী আকবর মজুমদার সহ কাজী জাফর আহমদ এর অনেক আত্মীয়স্বজন ও পুরাতন সহকর্মীরা স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ।

সভায় কাজী জাফর আহমদ এর স্মতিচারণ বিশেষ ভুমিকার কথা উল্লেখ করে বলেন কাজী জাফরে আহমদ এর সময় আজ বড়ই প্রয়োজন ছিল।

সভায় কাজী জাফর আহমদ, ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, ব্রিঃ জেঃ অবঃ মাহমুদুল হাসান, আনোয়ারা বেগম, মীর হারুন অর রশিদ, মোঃ মহসীন সরকার. য্গ্মু প্রচার সম্পাদক লোকমান হোসেন পাটোয়ারীর শ^শুরসহ মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং খুবই অসুস্থ্য জাতীয় পার্টির মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরী, প্রেসিডিয়াম সদস্য মোঃ মোজাম্মেল হক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল বারেক সহ সকলের দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।