কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে মুসলিম পরিবারের চারজনকে হত্যা : আমি মুসলমানদের পাশে আছি – ট্রুডো

আপডেট: জুন ৮, ২০২১
0

ক্যানাডায় হেট ক্রাইমের শিকার হলেন মুসলিম পরিবারের চার সদস্য। প্রধানমন্ত্রী বলেছেন, ক্যানাডায় ইসলামোফোবিয়ার স্থান নেই। রোববার রাতে তারা প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন। বাবা, মা, মেয়ে, ছেলে এবং নানি। এমন সময় একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন, তিনি ইচ্ছে করে এবং হত্যার উদ্দেশ্য নিয়ে এই পরিবারকে ধাক্কা মেরেছে।
ঘটনাটি ঘটেছে ওন্টারিও-র লন্ডনে।

পুলিশ প্রধান স্টিভ উইলিয়ামস জানিয়েছেন, ”আমাদের বিশ্বাস, ২০ বছর বয়সী গাড়িচালক ইচ্ছে করেই এই কাজ করেছে।
আমাদের বিশ্বাস, এই পরিবারকে সে টার্গেট করেছিল, কারণ তারা মুসলিম। এটা হেট ক্রাইম।”

এরপরই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট করে বলেন, ”আমি লন্ডন এবং দেশের সব মুসলিমকে জানাচ্ছি,
আমরা আপনাদের পাশে আছি। আমাদের দেশে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই।
এবং এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”