কালীগঞ্জ থেকে নিখোঁজ দুই বোন মহানগর থেকে উদ্ধার

আপডেট: আগস্ট ৬, ২০২১
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরে কালীগঞ্জের বাড়ি থেকে কিশোরী দুই চাচাতো বোন নিখোঁজের ৫ দিন পর বৃহষ্পতিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে জেলা শহরের বিলাশপুর এলাকার একটি কারখানার সামনে থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের মিলন মাঝির মেয়ে তানজিলা আক্তার (১৭) ও মিলনের ভাই মুজিবুর রহমানের মেয়ে ফারজানা আক্তার দীনা (১৫)।

কালীগঞ্জ থানার ওসি আনিছুর রহমান ও স্বজনরা জানান, গত ৩১ জুলাই রাগ করে কালীগঞ্জের বাড়ি থেকে বের হয় দুই চাচাতো বোন তানজিলা ও ফারজানা। এরপর থেকে তারা নিখোঁজ হয়। স্বজনরা ৫দিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মিলেনি। এব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়। পুলিশ একটি মোবাইল ফোন নম্বরের সূত্রধরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ দুইবোনের সন্ধান চালায়। বৃহষ্পতিবার গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর বিলাশপুরের নাওভাঙ্গা এলাকাস্থিত অ্যাপোলো ট্রেডিং নামের জুতা তৈরীর কারখানার সামনে অভিযান চালিয়ে ওই দুই বোনকে উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে তারা বিলাশপুর নাওভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থেকে ওই কারখানায় সুয়িং সেকশনে চাকুরি করতো। আইনহত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় উদ্ধারকৃতদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।