কুড়িগ্রামের উলিপুরে ভোক্তা অধিকারের অভিযান দুই ব‍্যাবসায়ীকে জরিমানা

আপডেট: আগস্ট ২৯, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ , খুচরা মূল্য লেখা ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রি ও ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রির অপরাধে বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার উলিপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সত‍্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে উপজেলার উলিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কতৃর্ক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রির অপরাধে উলিপুর বাজারের আশা কনফেকশনারির মালিক মোঃ সেলিম মিয়াকে ১০ হাজার টাকা ও ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রি করার অপরাধে একই বাজারের মানিক স্টোরের ম্যানেজার মোঃ মোন্নাফ আলীকে ৫ হাজার টাকাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় আশা কনফেকশনারির নিম্নমানের তিন বস্তা শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
###
২৯-০৮-২২